এটিএম শামসুজ্জামানের বাসায় শবনম

চার মাসেরও বেশি সময় হাসপাতালে ছিলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। বাসায় ফিরেছেন দুই সপ্তাহ আগে। হাসপাতালে থাকা অবস্থায় দেখতে গেছেন অনেকে তারকা ও শুভাকাঙ্খীরা। বাসায় আসার পরও নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন প্রিয়জনেরা।
২২ সেপ্টেম্বর বিকেলে এটিএম শামসুজ্জামানকে দেখতে যান কিংবদন্তি নায়িকা শবনম। দীর্ঘদিন ধরেই পাকিস্তানে বসবাস করছেন এই নায়িকা। পাকিস্তান থেকে তিনি বাংলাদেশে ফিরেছেন ২১ সেপ্টেম্বর। দেশে ফিরেই সহকর্মী ও বন্ধু এটিএম শামসুজ্জামানকে দেখতে ছুটে যান।
এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল জানান, সিনেমার পুরনো বন্ধুর দেখা পেয়ে বেশ খুশি হয়েছিলেন এই অভিনেতা। দীর্ঘ সময় আড্ডা দিয়েছেন তারা। সেই আড্ডায় তাদের সঙ্গী ছিলেন এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামানও।
একসঙ্গে বেশ ক’টি ছবিতেও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান ও শবনম। তাদের অভিনীত একটি উল্লেখযোগ্য সিনেমা হলো ‘প্রেম শক্তি’। সর্বশেষ একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের দেখা হয়েছিল। প্রায় ছয় বছর পর আবারও দেখা হলো।
#এসএস/বিবি/২৩ ০৯ ২০১৯
Share with others:

Recent Posts
Recently published articles!
-
ক্যাম্পাস ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি